ইসমালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আওয়াল, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: দেশের ইতিহাসের ঘটনাবহুল ও আলোচিত দিন ৭ নভেম্বর। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক নামে দিনটি পালন করে। বিএনপি দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জামালপুরের ইসলামপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখছেন-চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রি পরিষদ সচিব এ. এস. এম আব্দুল হালিম

শোভাযাত্রাটি ইসলামপুর অডিটরিয়াম থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে এসে শেষ হয়।
এর আগে ইসলামপুর অডিটরিয়ামে জেলা বিএনপির বন পরিবেশ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনিপর সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রি পরিষদ সচিব এ. এস. এম আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আওয়াল খান লোহানী।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রৌফ দানু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিক সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম,প্রচার সম্পাদক মোবারক হোসেন বেদারুল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান খান সোহাগ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী,সাখাওয়াত হোসেন সুজন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান খান সোহাগ, ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন ছাব্বির, সাবেক সভাপতি সোহানুর রহমান সোহান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, সাবেক দপ্তর সম্পাদক হাতেম আলী সাদা, পৌর বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান শাহীন।
বক্তারা বলেন, ১৯৭১ সালে ২৬শে মার্চ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে তার দৃশ্যপট ঘটে। সে সময় দেশে সরকার ছিল না। জিয়াউর রহমান যখন বন্ধী ছিলেন, তখন সিপাহি জনতা একত্রিত হয়ে জিয়াউর রহমানকে বন্ধী দশা থেকে বের করে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করে। এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। তাকে কোনো ব্যক্তি মুক্তি দেয়নি, জনগণ তাকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল। তাই আজকে ৭ই নভেম্বর তাকে সারা দেশ শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
সমাবেশে উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *