ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ০৯ নভেম্বর) সকালে ইসলামপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মছলিম উদ্দীন আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ.এস.এম. আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদনী সরকার ও ইসলামপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ নূরেআলম।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ইসলামপুর উপজেলা সবদিক দিয়ে এগিয়ে রয়েছে। কিন্তু শিক্ষার গুণগত মান খুবই খারাপ। শিক্ষার মান বাড়াতে হলে শিক্ষকদের নিরলসভাবে কাজ করতে হবে। নিয়মিতভাবে কলেজে উপস্থিত হয়ে ছাত্র/ছাত্রীদের পাঠদান করাতে হবে। নিয়মিতভাবে পাঠদান করাতে পারলেই শিক্ষার মান বৃদ্ধি পাবে। এছাড়াও শিক্ষার মনোন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো: জোবায়েদুল ইসলাম জবা, অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক আ.ন.ম. মিজানুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোরাদুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আহসান হাবিব রাজা, পদার্থ বিদ্যাি বিভাগের প্রধান মিনাক্ষী প্রসাদ সাহা, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মোনজুরুল হাসান মানিক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কামরুন্নাহার, সমাজকর্ম বিভাগের প্রধান মোহাম্মদ ফেরদৌস জাহান, অর্থনীতি বিভাগের প্রধান দিলশাদ নাসরীন, বাংলা বিভাগের প্রধান শেখ মোহাম্মদ রুহুল আমীন জীবন, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান আহছান উল্লাহ, দর্শন বিভাগের প্রধান কানিজ জাহান, উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম, প্রাণিবিদ্যা বিভাগের প্রধান রেবেকা সুলতানা, গণিত বিভাগের প্রধান মোসলেম উদ্দিন খান, শিক্ষক পরিষদের আপ্যায়ন সম্পাদক প্রভাষক মঞ্জুরুল হক, ক্রীড়া সম্পাদক প্রভাষক মোহাম্মদ ফখরুল হাসান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, সাবেক প্রচার সম্পাদক মোবারক হোসেন বেদারুলসহ কলেজের সকল বিভাগের শিক্ষক ও কর্মচারীরা।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক তাহিরা বেগম।