ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকালে উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু।
আয়োজিত সমাবেশে সাবেক এমপি ও বিএনপির কার্য নির্বাহী কমটির সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, জনগণ নিজেরা নিজেদের ভোটের অধিকার প্রয়োাগের মাধ্যমে রাজনৈতিক দলের আড়ালে থাকা মাফিয়া চক্রকে প্রত্যাখ্যান করবে। দেশের অন্তর্র্বতীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে ষরযন্ত্রকারীরা বসে আছেন। তাদের ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, ১৯৭১ সালে ২৬শে মার্চ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে তার দৃশ্যপট ঘটে। সে সময় দেশে সরকার ছিল না। জিয়াউর রহমান যখন বন্ধী ছিলেন, তখন সিপাহি জনতা একত্রিত হয়ে জিয়াউর রহমানকে বন্ধী দশা থেকে বের করে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করে। এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। তাকে কোনো ব্যক্তি মুক্তি দেয়নি, জনগণ তাকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল।
তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনের যাত্রা পথের এটি শুরু মাত্র। জনগণ পছন্দ করেন না এমন কাজ থেকে নিজেকে বিরত রাখুন। জনগণের বিশ্বাস ভালোবাসা অর্জন করুন। তিনি সকলকে সংগঠন সু সংগঠিত করে আগামীর নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব, সহ সভাপতি মিজানুর রহমান খান, একেএম শহিদুর রহমান, মাহমুদ হাসান কবির মঞ্জিল, আজম-উদ-দৌল্লাহ পাহলোয়ান, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, আইন বিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ সুমন, জেলা মহিলা দলের সহ সভাপতি মাহমুদা নবাব, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাহিদা আক্তার খানম সুলেখা, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা: শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক শেখ হেলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু, যুগ্ম আহবায়ক সামিউল হক লাভলু, রাশেদুল ইসলাম, হাফিজুর রহমান মলিন,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুল, যুগ্ম আহবায়ক শাকিল আহমেদ বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান কায়েস, ছাত্রনেতা সোহেল রানা খোকন, হাসমত আলী, হাসান প্রমুখ।
এর আগে সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসার পর মাঠ কানায় কানায় ভরে উঠে।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানামোড় বটতলা চত্বরে এসে শেষ হয়।
এছাড়াও সমাবেশে উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।