খাগড়াছড়িতে কাবিদাং এর উদ্যোগে ছাগল বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে কাবিদাং এর উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বিগত বন্যায় অতি-ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল,ল্যাট্রিন ও অ-গভীর নলকূপ বিতরণ করা হয়েছে।
শনিবার(০৯নভেম্বর) সকালে খাগড়াছড়ি মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ছাগল,ল্যাট্রিন ও অ-গভীর নকুল বিতরণ করা।
এ সময় কাবিদাং এর চেয়ারপার্সন চিংমেপ্রু মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা বলেন,সাম্প্রতিক বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে স্বাবলম্বী করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাবিদাং দীর্ঘদিন ধরে যে কোন দুর্যোগ, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় সাম্প্রতিক বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ ২০পরিবারের মাঝে ছাগল, ল্যাট্রিন ও নলকূপ প্রদান করা হয়েছে। এভাবেই আমরা সমাজের অসহায় মানুষের বিভিন্ন সহায়তা প্রদান করে থাকি|
বিগত বন্যায় অতি-ক্ষতিগ্রস্থ ১৬পরিবারের মাঝে বিনামূল্যে ২টি করে ৩২টি ছাগল,২টি ল্যাট্রিন ও ২টি অ-গভীর নলকূপ বিতরণ করা হয়।
এ সময় কাবিদাং এর নির্বাহী পরিচালক লালসা চাকমা, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, খাগড়াছড়ি মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ধশিক্ষক দিলীপ কুমার চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *