মোঃ আরিফ শরীফ, (নড়াইল)
নড়াইল জেলা ব্লাড ব্যাংকের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় লোহাগড়া শহরের রামপুর নিরিবিলি পিকনিক স্পটের অডিটোরিয়ামে লোহাগড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী ইবনে হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মিঠুন মৈত্র। আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা ব্লাড ব্যাংকের পৃষ্ঠপোষক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এস এম হায়াতুজ্জামান, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্যা, উপজেলা জামায়াতে আমির মাও. কাজী হাদিউজ্জামান, পৌর জামায়াতে আমির হাফেজ ইমরান হুসাইন, সিনিয়র সাংবাদিক রুপক মুখার্জি, নড়াইল জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসানসহ প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ‘স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক কাজ। এ কাজে সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করতে হবে। আক্রান্ত মানুষের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে। মানুষ ও দেশের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের কাজ করতে হবে, তবেই দেশের উন্নতি হবে। তিনি ব্লাড ব্যাংককে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্বেচ্ছাসেবীদের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।