সুমন চৌধুরী, পটিয়া চট্টগ্রাম (প্রতিনিধি) : হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী বলেছেন, অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী একজন শাহবাগী নাস্তিক্যবাদীদের দোসর। হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে তেঁতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিছেন ফারুকী। তাকে ক্ষমা করা যায় না। অবিলম্বে তাকে অপসারন করতে হবে। সরকার আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। দেশের সন্তানেরা ৪ আগস্টের দিন জীবন বাজি রেখে গুলিতে নিহত হয়েছেন ফ্যাসিবাদকে পরাজিত করেতে। তাদের পুনর্বাসনের চেষ্টা চালালে দেশের আপামর তৌহিদি জনতা বর্তমান সরকারকে ক্ষমা করবে না। ছাত্রসমাজ আপনাদের সেই ক্ষমতা থেকে টেনে নামাতে পিছপা হবে না।
শনিবার দুপুরে পটিয়া পৌরসভার গাজী কমিউনিটি সেন্টারে হেফাজতে ইসলাম উপজেলা শাখার আলোচনা সভায় তিনি এসব কথা বলেন । উপজেলা হেফাজত নেতা মাওলানা আতাউল্লাহ আল হোসাইনীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রব্বানী, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা হাবিবুল্লাহ চৌধুরী, নুরুল ইসলাম জিহাদী হাইদগাও, মাওলানা দ্বীন মুহাম্মদ রব্বানী, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা, আজগর আলী মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ফয়জুল্লাহ চৌধুরী প্রমুখ।
সভা শেষে উপজেলা ও পৌরসভার দুটি আহ্ববায়ক কমিটি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী। এতে মাওলানা আতাউল্লাহ আল হোসাইনীকে আহ্ববায়ক ও মাওলানা মোস্তাক আহমদকে সদস্য সচিব করে ১০১ জন উপজেলা কমিটি ও মাওলানা মাহমুদ উল্লাহ জমিরাবাদীকে আহ্ববায়ক ও নুরুল ইসলাম জিহাদীকে সদস্য সচিব করে ১০১ জন সহ পৃথক দুটি কমিটি, আগামী ছয় মাসের জন্য ঘোষণা করা হয়।