শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সবজি চারা ও ছাগল বিতরণ

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য সবজি চারা ও ছাগল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশ-এর উদ্যোগে ও প্রশাখা’র সার্বিক সহযোগিতায় শেরপুরের ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সবজি চারা ও ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মোখলেছুর রহমান মুকিত, প্রশাখার সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ , সভাপতি শ্রী সংকর রায়, উপজেলা লাইভস্টক অফিসার, এটিএম ফয়জুর রাজ্জাক আজাদ, কৃষিতত্ত্ব বিভাগ প্রফেসর ড. মশিউর রহমান, কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. হাসনীন জাহান, প্রশাখার উপদেষ্টা মাসুদ হাসান, এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশের আহ্বায়ক আব্দুল্লা আল মুন্না।

মহৎ উদ্যোগটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেছে বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, Krishibid Foundation for Humanity, IBA (ঢাকা বিশ্ববিদ্যালয়), বাপা, ইউনাইটেড ফর হিউম্যানিটি।
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত পুনর্বাসন এবং কৃষি উৎপাদন পুনরায় চালু করার লক্ষ্যে এই কার্যক্রম আয়োজন করা হয়েছে। সবজি চারা এবং ছাগল বিতরণের মাধ্যমে কৃষকদের কৃষি ও অর্থনৈতিক জীবনে সহায়তা প্রদানই এর মূল লক্ষ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *