সাফজয়ী ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিয়েছে গুইমারা রিজিয়ন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি :

সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের কৃতি ফুটবলার খাগড়াছড়ির মনিকা চাকমাকে সংবর্ধনা দিয়েছে গুইমারা রিজিয়ন

বুধবার (২০ নভেম্বর ) ঢাকা থেকে নিজ বাড়িতে আসলে গুইমারা রিজিয়নের পক্ষ থেকে লক্ষ্মীছড়ি সেনা জোন এ সংবর্ধনা প্রদান করে ৷ সংবর্ধনা অনুষ্ঠানে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ-২০২৪-এর বিজয়ী কৃতি নারী ফুটবলার মনিকা চাকমা-কে ৫০ হাজার টাকা হস্তান্তর করেন লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার, লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি।

এছাড়াও মনিকা চাকমার বাবা বিন্দু চাকমা, দুলাভাই ও চাচাকে কিছু সৌজন্য পুরস্কার প্রদান করা হয়। এসময় লক্ষ্মীছড়ি জোনের অন্যান্য সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মনিকা চাকমা লক্ষ্মীছড়ি জোনের এই উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন এই সংবর্ধনা নারী ফুটবলের প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অবিচল সমর্থনের বহিঃ প্রকাশ।

অনুষ্ঠানে লক্ষীছড়ি জোন কমান্ডার সকলের উদ্দেশ্যে বলেন, মনিকা চাকমা প্রমাণ করে দেখালেন পার্বত্য চট্টগ্রামের মেয়েরা চেষ্টা করলে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে। তিনি পরবর্তীতেও এরকম কৃতি খেলোয়াড় গড়ে তোলার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী নারী ক্রীড়ার উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের সমর্থন অব্যাহত রাখবেন। পরিশেষে সকলের মঙ্গল কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।এ সময় লক্ষী সদর থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেনসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *