খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
“খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক,কে,এম দিদারুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল বলেন,যুবসমাজ যেন মাদক থেকে দূরে থাকে,তারা যেন সঠিক পথে থাকে। খেলাধুলার মাধ্যমে যেন সঠিক পথেথাকে,সঠিকভাবে চলে, সেটা আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সেইসাথে খেলার মাঝে ভাতৃত্ব ও সৌহার্দ্যতা বজায় থাকে,সম্প্রীতির বন্ধন বৃদ্ধি পায় ৷
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক,কে,এম দিদারুল আলম বলেন,খেলাধুলার মাধ্যমে ছেলেমেয়েরা যেন মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকে,সেজন্য জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে করে এখানকার যুবসমাজ ও ছেলেমেয়েরা মাদক থেকে দূরে সরে এসে খেলাধুলার মাধ্যমে আত্মনিয়োগ করবে। এদিন টানটান উত্তেজনাপূর্ণ মাদবিরোধী প্রীতি ম্যাচে জেলা প্রশাসন একাদশ-কে ১-২গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খাগড়াছড়ি পৌরসভা একাদশ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) ও পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ,জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ,জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার,যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন,জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. শাহজাহান,বাফুফে লাইসেন্স প্রাপ্ত কোচ তুহিন কুমার দে,বিদ্যুৎ বিহারী,সাবেক ফুটবলা খেলোয়ার সুলতান আহম্মেদ ভুইয়াসহ আরও অনেকে হিসেবে উপস্থিত ছিলেন।