ইসলামপুর সরকারি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা

ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বৈষম্যহীন রাষ্ট্র গঠন, আমাদের অঙ্গীকার এ স্লােগানে ইসলামপুর সরকারি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে কলেজ অডিটোরিয়ামে সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মছলিম উদ্দীন আকন্দের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক তাহিরা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহাম্মদ আলী।
এতে বক্তব্য রাখেন, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোরাদুজ্জামান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ নূরেআলম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও প্রভাষক মিনাক্ষী প্রসাদ সাহা প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ প্রভাষক মোনজুরুল হাসান, আপ্যায়ন সম্পাদক মঞ্জুরুল হক, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফখরুল হাসান, সদস্য মাহমুদা সুলতানা,সুলতান আহমেদ, মোহাম্মদ জাকির ইমতিয়াজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান কামরুন নাহার, উদ্ভিদ বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম, অর্থনীতি বিভাগের প্রধান দিলশাদ নাসরীন, দর্শন বিভাগের প্রধান কানিজ জাহান, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান আহছান উল্লাহ, প্রাণিবিদ্যা বিভাগের প্রধান রেবেকা সুলতানা, গণিত বিভাগের প্রধান মোসলেম উদ্দীন খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র/ছাত্রী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিথুন মিয়া, সদস্য সচিব ছাব্বিরসহ কলেজের সকল শিক্ষক কর্মচারীসহ আরো অনেকে। আলোচনায় শহীদ ও আহতদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো: আবুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *