অর্থনৈতিক শুমারি তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

সুমন ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের ১৬ নং নারগুন ও ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের অর্থনৈতিক শুমারি ২০২৪ এ গনণাকারি প্রশিক্ষণরতদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।
শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ছোট খোচাবারি এলাকার ডোমিনো স্কুল বাংলাদেশ এ ট্রেনিংরতদের মাঝে ২৭ টি ট্যবা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ১৬ নং নারগুন ও ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের জোনাল অফিসার আলি হোসন সাদ্দাম, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ি আনিসুজ্জামান , ডোমিনো স্কুল বাংলাদেশ ছোট খোচাবারি শাখার প্রতিষ্ঠান প্রধান সুদান শিখদার প্রমুখ।সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে মুল শুমারির তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারগণের প্রশিক্ষণ কার্যক্রম ও ট্যাব বিতরণ করা হয়।১০ ডিসেম্বর হতে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে অর্থনৈতিক শুমারিকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *