ইসলামপুরে ভিক্ষুকদের মাঝে মনোহারী সামগ্রী ও ছাগল বিতরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৮ জন ভিক্ষুকের মাঝে মনোহারী সামগ্রী ও ১৬ জন ভিক্ষুকের মাঝে ৩ টি করে ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে আব্দুল বারী মন্ডল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২৪ জন ভিক্ষুকদের মাঝে প্রায় ৬ লক্ষ টাকার মনোহারি সামগ্রী ও ছাগল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাসিনা বেগম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ান আহমেদ, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *