খাগড়াছড়িতে এনজিও সংস্থা আলো’র বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে স্থানীয় এনজিও সংস্থা আলো’র বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সদস্য,সদ্য নিয়োগপ্রাপ্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার(১৬ডিসেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা সদরস্থ পানখাইয়া পাড়ায় আলো’র নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলো’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন আলো’র সভাপতি রবি শংকর চাকমা।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সদস্য শেফালিকা ত্রিপুরা,নিটোল মনি চাকমা,প্রশান্ত ত্রিপুরা,এ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা,ধনেশ্বর ত্রিপুরা,জয়া ত্রিপুরা,কংজ প্রু মারমা এবং খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক ঞ্যোহ্লা মং-কে সংবর্ধনা দেয়া হয়।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমা,সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা,জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা,তৃণমূল উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক রিপন চাকমা,বিশিষ্ট সমাজকর্মী শাপলা দেবী ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *