পাহাড়ের তৃণমূল ও অস্বচ্ছল নারীদের পাশে “মাত্রা”

খাগড়াছড়ি প্রতিনিধি: “মাত্রা,নারীর স্বস্তির যাত্রা” এই মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়িতে তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া ও দুর্গম নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে অস্বচ্ছল নারী ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি শহরের পুলিশ লাইন্স স্কুলের হলরুমে নারীদের মাঝে সেলাই মেশিন, ছাত্রছাত্রীর মাঝে স্কুল ড্রেস অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরন অনুষ্ঠানে মাত্রা’র প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এ সময় খাগড়াছড়ির তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বিনামূল্যে ১২টি সেলাই মেশিন, ১০০টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র, চম্পাঘাট শিশু সদনে ৩৫জন অনাথ শিশুদের মাঝে সারাবছরের শিক্ষা সামগ্রী,৫৩জন অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়। বিতরণকালে  অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন বলেন, পুঁজির অভাবে অনেক দরিদ্র নারী উদ্যোক্তা হতে পারছে না, তৈরি করতে পারছে না নিজেদেরকে, তাদের জন্যই আমি বহু বছর ধরে কাজ করে যাচ্ছি। পাহাড়ের প্রত্যন্ত গ্রামের অসহায় নারীদের স্বাবলম্বী করতে  বিনামূল্যে সেলাই মেশিনসহ, অনাথ ও অস্বচ্ছল শিক্ষার্থীতের মাঝে শিক্ষা সামগ্রী,শীতার্তদের মাঝে শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়। এসময় অতিথিরা বলেন মানুষ হয়ে মানুষের পাশে দাড়ানোর যেই মন-মানসিকতা তা আসলে সবার মাঝে থাকা উচিৎ এবং একজন নারী হিসেবে পাহাড়ের এই তৃণমূল পর্যায়ে এসব সামগ্রী বিতরন কার্যক্রম প্রশংসার দাবীদার। “মাত্রা”র এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল,অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)  ও পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত  মাহমুদা বেগম,নারী উদ্যোক্তা ও সমাজকর্মী শাপলা দেবী ত্রিপুরা,খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *