কয়রায় ব্র্যাকের যক্ষ্মা বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ফরহাদ হোসাইন, কয়রা খুলনা প্রতিনিধি: কয়রা উপজেলায় ব্র্যাকের যক্ষানিয়ন্ত্রণ বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব রুলি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোজাউল করিম ,ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার মোঃ শফি কামাল, বিভাগীয় সুপারভাইজার Tb_Dns (BHp)খুলনা শেখ লুৎফর রহমান, প্রোগ্রাম অফিসার মোঃ শরিফুল ইসলাম, ফিল্ড অফিসার ইন্তাজ আলী , মোঃ সোহেল রানা MT Lab কয়রা কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম প্রমূখ৷
সভায় বাংলাদেশে যক্ষ্মা রোগের অবস্থা ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্যমাত্রা,যক্ষ্মা কী,প্রকারভেদ,কীভাবে ছড়ায়,যক্ষ্মা রোগের লক্ষণ,রোগ শনাক্তকরণ,যক্ষ্মা রোগ সম্পর্কে সামাজিক ধারণা এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের ভূমিকা,আইপিটি চিকিৎসা,এমডিআর টিবি কী এসব নিয়ে৷ আলোচনা করা হয়।এছাড়াও দেশে যক্ষা রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্রাক এর ডটস পদ্ধতি। ব্র্যাকের এই পদ্ধতির কারণে দেশের যক্ষা রোগ পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। স্বাস্থ্য অধিদপ্তর জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ পদ্ধতির (এনটিপি) তথ্য অনুযায়ী প্রতি বছর সারাদেশে দেড় লাখেরও বেশি যক্ষা রোগের শনাক্ত হয় তবে ডটস পদ্ধতি চিকিৎসায় ৯২ শতাংশ রোগী সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং সুচিকিৎসার মাধ্যমে যক্ষা রোগী সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *