বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি ৭ম কাউন্সিল সম্পন্ন নব-নির্বাচিত সভাপতি মংখই মারমা,সম্পাদক থোয়াইউ মারমা

খাগড়াছড়ি প্রতিনিধি: “শিক্ষা শান্তি ঐক্য ও প্রগতি” এই মূলনীতিকে সামনে রেখে বর্ণিল আয়োজনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি সদর উপজেলা শাখা’র ৭ম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “বৈষম্যহীন সমাজ বিনির্মাণে হোক আমাদের অঙ্গীকার”।

শুক্রবার(২০ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা শহরস্থ পৌর টাউন হল প্রাঙ্গণে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ৭ম কাউন্সিলে সূচনা হয়। পরে টাউন হলের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সদর উপজেলা শাখা’র আহ্বায়ক রাপ্রু মগ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ম্রাসাথোয়াই মারমা।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা বলেন,বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থসামাজিক উন্নয়ন,শিক্ষা, ঐক্যতা, প্রগতি ও শান্তির প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। এছাড়াও বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের জন্য লিরলসভাবে কাজ করে যাচ্ছে,এর পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সম্প্রীতির জন্য কাজ করে যাচ্ছে।

আলোচনা সভার পরপরেই মংখই মারমা-কে সভাপতি,থোয়াইউ মারমা-কে সাধারণ সস্পাদক ও রেমাদু মারমা-কে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ১০১ জন সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি কংচাইরী মাস্টার,বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা,বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা প্রমূখ।

এছাড়াও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের জেলা ও উপজেলার কমিটি’র প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *