পাহাড়ের বৈসাবির উৎসবে এসএসসি পরীক্ষা বাতিল ও ৫ দিনের  ছুটির দাবীতে মিছিল ও মানববন্ধন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি :

তিন পার্বত্য অঞ্চলে পাহাড়িদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বর্ষবরণ ও বর্ষ বিদায়ের দিনে নির্ধারিত এসএসসি পরীক্ষা বাতিল ও সরকারী ছুটির দাবীতে মিছিল ও মানববন্ধন করেছে এসএসসি শিক্ষার্থীরা।

রবিবার(২২ ডিসেম্বর) সকালে আদিবাসী শিক্ষার্থীর ব্যানারে মিছিল ও মানববন্ধন করা হয়। মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্তর ঘুরে এসে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন,পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের  প্রধান সামাজিক উৎসব বৈসাবি, সেই দিনে এসএসসি পরীক্ষা রেখে সরকার বৈষম্যমূলক আচরন করেছে। বক্তারা আরও বলেন বৈষম্যহীন বাংলাদেশে সরকারের এমন সিদ্ধান্ত ঠিক নয়। পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সবচেয়ে বড় সামাজিক উৎসবের দিনে পরীক্ষার তারিখ পরিবর্তনসহ সকল স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ে ৫ দিনের সরকারী ছুটির ও আদিবাসী স্বীকৃতি দেয়ার দাবী জানান এতে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলাঅং মারমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাম্রাসাই মারমা, এসএসসি পরীক্ষার্থী অনিন্দা চাকমা, সুনেশ চাকমাসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *