ইসলামপুর ( জামালপুর) প্রতিনিধিঃ
স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলো এই বছর; আর বায়ান্নর ভাষা আন্দোলনের ৭২ বছর পূর্তি। দেশের ঐহিত্যবাহী দৈনিক ইত্তেফাকেরও ৭২ বছরে পদার্পণ করেছে। একাত্তর পেরিয়েও চিরনবীন ইত্তেফাক। নানা চড়াই-উতরাই পেরিয়ে গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে ঐতিহ্যবাহী এই দৈনিক। এরই ধারাবাহিকতায় ইসলামপুরে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইত্তেফাক ইসলামপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়নের সভাপতিত্বে ইসলামপুর প্রেসক্লাবে দৈনিক ইত্তেফাক এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল্লাহ সাইফ।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাংবাদিক আ: সামাদ, যুবনেতা মাহফুদুজ্জামান লুলু, মনির খান লোহানী, উপজেলার কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাংলাদেশের ইতিহাস বিনির্মাণের যে পথচলা, তার সূচনা করেছিলেন মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়া। ইত্তেফাকের যাত্রা বাংলাদেশ জন্মের জন্য উল্লেখযোগ্য মাইলফলক। সংবাদপত্র আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ। সংবাদপত্র না পড়লে আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। ১৯৪৭ সালের দেশ ভাগের পর পশ্চিম বাংলার ইতিহাস, ঐতিহ্য, স্বাধীকার আন্দোলন সবকিছু মিলিয়ে মুসলিম বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার জন্য ইত্তেফাকের ভূমিকা অপরিসীম।‘
আলােচনা সভা শেষে ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়া ও সম্পাদক মন্ডলীর সাবেক সভাপতি মরহুম ব্যারিস্টার মইনুল হোসেনকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।