ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে স্বনামধন্য সানফ্লাওয়ার কিন্ডার গার্টেন এন্ড ইংলিশ ভার্সন স্কুলের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ডিসেম্বর) স্কুল মাঠ প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর পৌর বিএনপির সহ-সভাপতি
মোঃ মোজাম্মেল হক ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা নাজিম হোসেন নোমান। প্রধান অতিথি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, স্কুলের ছোট ছোট শিশুরা পবিত্র ও ফুলের মতো। তাদেরকে যে ভাবে গড়ে তোলা যাবে তারা সে ভাবেই গড়ে উঠবে। আগামীর বাংলাদেশকে সুন্দর করতে হলে শিশুদের পাশাপাশি পিতা-মাতা ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। বাবা-মায়ের পর একজন শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ।
সানফ্লাওয়ার কিন্ডার গার্টেন এন্ড ইংলিশ ভার্সন স্কুলের প্রধান শিক্ষক বিপুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেলান্দহ টিটিসির সিনিয়র ইন্সপেক্টর মোঃ জিন্নাতুর রহমান,খুড়িয়ার কাজিরচর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক মোঃ ফজলুল করিম সজল, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, চরদিঘাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন লেমন, বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম লিটন, মোঃ রবিউল আওয়াল খোকন, মোঃ বোরহান উদ্দিন মিস্টারসহ বিদ্যালয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্লে শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।