ফরহাদ হোসাইন, খুলনা প্রতিনিধি: খুলনার কয়রায় সুন্দরবন উপকূলবর্তী এলাকায় সুন্দরবন কোয়ালিসন ও এডিএফ এর উদ্যোগে লাইভ জ্যাকেট বিতরণ করা হয়।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকার সময় কয়রা হলুদ বুনিয়া প্রাথমিক বিদ্যালয় এর মাঠে ৫০ টি লাইভ জ্যাকেট বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি এন আর এসের টেকনিক্যাল ম্যানেজার হারুনা রশিদ, ইডিএফ এর কমলেশ মন্ডল, আনারুল ইসলাম ডাবলু, নিতাই কয়াল সহ এলাকার সুধী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।