সুমন চৌধুরী, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ভিডিপি দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান বাসস্টেশন সংলগ্ন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, প্রাঙ্গনে বেলুন উড়ানোর মাধ্যমে ভিডিপি দিবস ২০২৫ এর শুভ উদ্ভোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান পার্বত্য জেলার জেলা কমান্ড্যান্ট জনাব মো: মোতালিব হোসেন।
অনুষ্ঠানের শুভ উদ্ভোধন শেষে বান্দরবান জেলার সাত উপজেলার প্রায় ১৫০-২০০ জন ভিডিপি সদস্য-সদস্যা এবং কর্মকর্তা-কর্মচারী নিয়ে বান্দরবান জেলা আনসার ভিডিপি কার্যালয় থেকে র্যালী শুরু করে বান্দরবান বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় অত্র বান্দরবান জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে র্যালী শেষে ভিডিপি সদস্য-সদস্যরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা লাকী বড়ুয়া, রুমা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইমন দাশ গুপ্ত, লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আংগুরা আক্তার, বান্দরবান সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক কেশব কান্তি দাশ, লামা উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক হিরু সহ বিভিন্ন উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকগণসহ সাত উপজেলার প্রায় ১৫০-২০০ জন ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ।