ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ডাকপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ডাকপাড়া গ্রামের মো. দুদু হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজাহারুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটেনি। ধারণা করা হচ্ছে অগ্নিকান্ডে প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।