ইসলামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জামালপুর প্রতিনিধি: যমুনা ও ব্রহ্মপুত্র নদ-নদী বিধৌত জামালপুর জেলার ইসলামপুরে ১২ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে তিন দফায় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম। ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ ব্যবস্থাপনায় শনিবার(১১জানুয়ারি) সকাল থেকে সন্ধায় পর্যন্ত ৪টি অনুষ্ঠানের মাধ্যমে গাইবান্ধা,গোয়ালেরচর, কুলকান্দি ও বেলগাছা ইউনিয়ন সমূহের শীতার্তদের মাঝে এক হাজার দুইশ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এর আগে গত সপ্তাহে চিনাডুলি ও পাথর্শী ইউনিয়নের দ্বয়ের শীতার্তদের মাঝে তিনশটি করে কম্বল বিতরণ করা হয়েছে।  এ শীত বস্ত্র বিতরণ উপলক্ষে বিকালে কুলকান্দি সামছুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম।  এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদন সরকার।  গোয়ালেরচর ইউনিয়নের মহম্মদপুর বাজারে অনুষ্ঠিত শীতবস্ত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা গোলাম মোস্তফা। একইদিন কুলকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর এর সভাপতিত্বে কুলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ হয়েছে। এসব সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হেলাল উদ্দীন, রুহুল আজম লুলু, সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী,মনিরুল করিম, মামুনুর রশিদ, মনির খান লোহানী, সোহাগ খান লোহানী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *