ইসলামপুরে প্রয়াত আরাফাত রহমান কোকো’র দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে প্রয়াত আরাফাত রহমান কোকো’র দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধায় ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো’র দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলঅনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এএসএম আব্দুল হালিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাকিউল ইসলাম তিব্বত, সৈয়দ মামুনুর রশিদ মিন্টু, আব্দুল আজিজ প্রধান, নজরুল ইসলাম, হেলাল উদ্দীন সাদ্দাম, রুহুল আজম লুলু,আব্দুর রৌফ দানু, আজিজুর রহমান চৌধুরী, সরোয়ার আলম বিপুল, মনিরুল করিম, আক্রামুজ্জামান বাদশা, মনির খান লোহানী, সোহাগ খান লোহানী ও সাখাওয়াত হোসেন সুজন প্রমুখ।
এ অনুষ্ঠানে উপজেলা,পৌর, ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *