জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

জামালপুর প্রতিনিধি: জামালপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- সদর উপজেলার নারায়নপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে সিএনজি চালক আব্দুর রাজ্জাক, আদর্শ বটতলা এলাকার মৃত মনসফ আলীর ছেলে নুর জাহাঙ্গীর আলম ওরফে আলম মিলিটারি, ময়মনসিংহের ফুলবাড়ীয়ার মহর উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম, জামালপুর পৌর শহরের গেটপার এলাকার মেদু শেখের ছেলে আব্দুল করিম আলাল ও সরিষাবাড়ী উপজেলার নখদাইর এলাকার আমজাদ ফকিরের ছেলে এনাম ফকির।

জানা যায়, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজির সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালকসহ চারজন। পরে স্থানীয়রা গুরুত্বর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘ট্রাক ও সিএনজি’র সংঘর্ষে নিহত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে জামালপুরের দিকে আসা যাত্রীবোঝাই সিএনজিকে চাপা দেয় সরিষাবাড়ী থেকে ঢাকামুখী একটি ট্রাক। দুর্ঘটনায় নিহত পাঁচ জনের মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *