
মোঃ আরিফ শরীফ, লোহাগড়া উপজেলা প্রতিনিধি (নড়াইল):
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বার্ষিক দোয়া মাহফিল এবং নামাজ ঘরের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার বার্ষিক দোয়া মাহফিল এবং নামাজ ঘরের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রিয়াদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের সূচনা করা হয়। দোয়া এবং উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইতনা মাধ্যমিক বিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি সরদার তানজির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, লোহাগড়া নড়াইল থানার অফিসার ইনচার্জ মো: আশিকুর রহমান,ইতনা শামছুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা আ: হান্নানসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় নেতা।
