
ইসলামপুর ( জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরের বিশিষ্ট ক্রীড়াবিদ ইসলামপুর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মরহুম সোহরাব হোসেনের ১১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৮ফেব্রুয়ারি) রাতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা,সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিমের নেতৃত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন সরকার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাকিউল ইসলাম তিব্বত, হেলাল উদ্দিন হেলাল, হাতেম আলী সাদা, মনির খান লোহানী, শাহজালাল, সোহেল, শহিদুর,মানিক, মোবারক, নুরুজ্জামান, জুয়েল, শরিফ ফকির, মুন্জু খান, সাব্বির খান,তুষার খান, শরিফ, রাকিব খান, সোহাগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে মরহুম সোহরাব হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
