
সুমন চৌধুরী,পটিয়া (চট্টগ্রাম প্রতিনিধি): চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া গ্রামের খাঁন বাড়ি এলাকায় আজম খাঁন নামের এক ব্যাক্তির বিরুদ্ধে লোকজন থেকে চাদাঁবাজি, কিশোর গ্যাং দিয়ে হামলা, পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
গতকাল (বুধবার) পটিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে বড়লিয়া খাঁন বাড়ির ভুক্তভোগী মাহবুব আলী খাঁন জানান, তার পরিবারের জন্য একটি সেমিপাকা ঘর নির্মান করতে গেলে আজম খানকে পূর্ব থেকে জানানো হয়। তার নির্ধারিত পরিমাপে ঘর নির্মান কাজ প্রায় শেষ করা হয়। কিন্তু ঘরের ছাউনি দিতে গেলে মাহবুব আলী খাঁন থেকে সে এক লক্ষ টাকা চাদাঁ দাবি করে। টাকা না দেওয়ায় পুলিশ এনে কাজ বন্ধ করে দেয়।একই এলাকার ইলিয়াছ নামের একজন জানান, তাদের পুুকুরের বিষয়ে বাকবিতন্ডা হওয়ায় আজম খাঁন চান্দগাঁও থানায় মামলায় ফাসাঁনোর হুমকি দিয়ে পরবর্তীতে জুলাই বিপ্লবের ভাংচুরের মামলায় ইলিয়াছকে ফাসিঁয়ে দেয়।ইদ্রিস নামের এক ব্যাক্তি জানান, তাদের পৌত্রিক ভূমি দীর্ঘদিন আজম খানের পরিবার দখল করে রাখে। দখলকৃত ভূূমি ছেড়ে দিতে বললে আজম খান ইদ্রিস থেকে ৫ লাখ টাকা চাদাঁ দাবি করে।রবিউল হোসেন রুবেল নামের এক ভুক্তভোগী জানান, এলাকায় লোকজন মারা গেলে তাদের পারিবারিক কবরস্থানে বিনা খরচে দাফন করা হতো, কিন্তু আজম খান মসজিদ কবরস্থানের দায়িত্ব নেওয়ার পর থেকে মৃত ব্যাক্তিকে কবর দিতে গেলে তাদের স্বজন থেকে টাকা আদায় করে।
ভুক্তভোগীরা আরোও জানান, আজম খান কখনো সাংবাদিক, কখনো প্রশাসনের লোক পরিচয় দিয়ে থাকে। এছাড়া বোয়ালখালী ট্রাফিক পুলিশের সাথে চুক্তি ভিত্তিক সিএনজি টেক্সি, টেম্পোসহ বিভিন্ন যানবাহন থেকে চাদাবাঁজি করে আসছে।
