
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইসলামপুর পৌর শাখার ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) ইসলামপুর সরকারি কলেজ মাঠে এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহাম্মদ আলী, ইসলামপুর বাজার বণিক সমতিরি সভাপতি আওয়াল খান, শ্রমিক নেতা আব্দুল আজিজ প্রধান, কুলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রৌফ দানু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন হেলাল।
আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকারের গুরুত্ব এবং বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মাহে রমজানের তাৎপর্য ও ধর্মীয় ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
