বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ইসলামপুর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ইসলামপুর উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত বুধবার (৫মার্চ ) দুপুরে ইসলামপুর থানা মোড় থেকে শুরু করে বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ এস এম আব্দুল হালিম। এ সময় ইসলামপুর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সফলভাবে লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *