
ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি: “অধিকার,সমতা, ক্ষমতায়ন -নারী ও কন্যা উন্নয়ন”এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অদিপ্তরের আয়োজনে শনিবার (৮মার্চ) উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হোসনে আরা খাতুনের সভাপত্বিতে সহকারী কমিশনার (ভূমি) মো: রেজুয়ান ইফতেকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রুহুল আমিন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সমাজে অধ্যম নারীদের এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন। নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়তে হবে। সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে এটাই হোক আমাদের অঙ্গীকার।
এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
