খাগড়াছড়িতে অদম্য ও কীর্তিময়ী নারী হিসেবে সম্মাননা পেলেন ৭নারী

খাগড়াছড়ি প্রতিনিধি: “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে ৮ মার্চ “আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা’র উদ্যোগে অদম্য নারী ও কীর্তিময়ী নারীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(০৮মার্চ) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

আলোচনা সভার পরপরেই বাল্যবিবাহ নিরোধে অসামান্য অবদান রাখায় অদম্য ও কীর্তিময়ী নারী হিসেবে নির্বাচিত প্রত্যন্ত এলাকা কাপতলা পাড়া থেকে ভাগ্য লক্ষী ত্রিপুরা, সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় পানছড়ি মোল্লা পাড়া থেকে ডেইজি আক্তার,শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সফলতা অর্জন করায় দীঘিনালা কাটারং ছড়া থেকে সাগরানী চাকমা,সফল উদ্যোক্তা হিসেবে গুইমারা হেডম্যান পাড়া থেকে সানুচিং মারমা,মাটিরাঙ্গা মুসলিম পাড়া হাছিনা বেগম ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তাসলিমা আক্তার বিথী এর মাঝে অদম্য ও কীর্তিময়ী নারী হিসেবে সম্মাননা এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা,

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক(অঃ দাঃ) সুষ্মিতা খীসা,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মগ প্রমূখ।

এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে হিল উইমেন্স ফেডারেশনের ৩৭ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও সারাদেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষন বন্ধের দাবীতে শনিবার সকালে খাগড়াছড়ি শহরের তেতুলতলাস্থ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে হলরুমে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *