খাগড়াছড়িতে প্রশাসনের বাজার মনিটরিংয়ে অর্থদন্ড

খাগড়াছড়ি প্রতিনিধি: পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে নিয়মিতভাবে বাজার অভিযানে করে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার(১১ মার্চ) বিকালে খাগড়াছড়ি পৌর শহরে বাজার মনিটরিং কার্যক্রম করেন খাগড়াছড়ির অতিরিক্ত ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে জেলা বাজার মনিটরিং(অভিযান) টাস্কফোর্স।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন পাঁচজন ব্যবসায়ীকে ১৮হাজার ৫’শ টাকা অর্থদন্ড প্রদান করেন।
এছাড়াও এসময় ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ,তেল বা কোনো প্রকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য মজুদ না করা ইত্যাদি বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয় ।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সন্তোষ কান্তি চাকমা,বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: ইউনুস, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান, আল আমিন, নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ইয়াছিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *