ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে ফাঁসির দাবিতে উত্তাল খাগড়াছড়ি

খাগড়াছড়ি প্রতিনিধি: ধর্ষকদে বিরুদ্ধে,ঐক্য গড়ো একসাথে, বাংলাদেশে আইন চাই,ধর্ষকদের ফাঁসি চাই” এই স্লোগানে সারাদেশের ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি ও সর্বস্তরের ছাত্রজনতা।

সোমবার(১০মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা সদরের চেঙ্গী স্কোয়ার থেকে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বরস্থ মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা,জাতীয় নাগরিক পার্টির সদস্য মাহাবুব আলম, ছাত্র প্রতিনিধি অপূর্ব ত্রিপুরাসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *