ইসলামপুর গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তি তথ্যের সত্যতা নিয়ে সংবাদ সম্মেলন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ ইসলামপুর থানার ওসি কর্তৃক গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তি তথ্যের সত্যতা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।
বৃহস্পতিবার (২০মার্চ) সকালে ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু সহ অনেকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মলিন বলেন, সম্প্রতি আমাকে ঘিরে ইসলামপুর থানার ওসি মো: সাইফুল্লাহ সাইফ বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রদান করেছেন। ওসি সাহেবের দাবি, আমি নাকি এজাহারভুক্ত আসামী ও আওয়ামী লীগ নেতা আঃ খালেককে ছাড়াতে পুলিশের কাছে তদবির করেছি।
একপর্যায়ে আসামী না ছাড়লে তাকে ২৪ ঘন্টার মধ্যে অন্যত্র বদলির হুমকি দিয়েছি। এসব বিভ্রান্তিকর তথ্য প্রদান করে ওসি, সংশ্লিষ্ট সংবাদকর্মীদের দিয়ে বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে খবর প্রকাশ করেছেন। যা আদৌ সত্য নয়। মূলত আমি কাউকে ছাড়াতে তদবির করিনি এবং ওসিকে বদলির হুমকিও দেয়নি।
তবে এলাকায় আওয়ামী লীগের পদধারী নেতাদের গ্রেফতারের বিষয়ে ওসি সাহেবকে আমি তথ্য দিয়েছি। আমাকে ঘিরে ওসি সাহেব যেসব ভুল তথ্য গণমাধ্যমে প্রকাশ করিয়েছেন ওইসব তথ্যের আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সাংবাদিকদের কাছে গণমাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরারও আবেদন করেন মলিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *