
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া, সাপধরী ও চিনাডুলি ইউনিয়নের দক্ষিণ অঞ্চল বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ ) বিকেলে উলিয়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “একাত্তরের মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের শান্তিকামী জনসাধারণের প্রকৃত মুক্তির সনদ।”
নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপি নেতা শেখ মো. ওয়ারেছ আলীর সভাপতিত্বে ও সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দীন, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সৈয়দ মামুনুর রশিদ মিন্টু, সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শাহীন, সাবেক দপ্তর সম্পাদক রুহুল আজম লুলু, শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রধান ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল করিমসহ অনেকেই ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান খান লোহানী সোহাগ, নুরুল ইসলাম নুরু, ফজলুল করিম ফেক্কু, আব্দুল আজিজ, তালেব কাজী, জাহিদ খান, শাহজামাল বদি প্রমুখ।
