খাগড়াছড়িতে ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি: সারাদেশে ধর্ষণে সুষ্ঠু বিচার,কঠোর শাস্তির নিশ্চিতকরণ, নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধের দাবিতে খাগড়াছড়িতে  বিক্ষোভ মিছিল ও মানবনন্ধন করেছে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি)।

শুক্রবার(২১মার্চ) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রদান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সমাপ্ত হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে বক্তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, দ্রুত বিচার প্রতিষ্ঠা এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন,আমাদের সমাজে নারী ও শিশুর প্রতি সহিংসতার ক্রমবর্ধমান হার দুঃখজনক। এই অবস্থা বদলানোর জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ ও  সমাজে নারী ও শিশুর নিরাপত্তা রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান জানান। এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারীবাদী সংগঠন ও স্থানীয়রা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *