
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে সাহিত্য পরিষদের উদ্যোগে সৌহার্দ্য ও সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২২মার্চ) বিকালে খাগড়াছড়ি সদরের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হিন্দু-মুসলিম-বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের লোকজন অংশ নেন। ধর্মীয় আমেজ এবং সৌহার্দ্য সম্প্রীতিকে আরও বেশি সমৃদ্ধ করবে, এমনটাই প্রত্যাশার অংশ হিসেবে এই সম্প্রীতির ইফতার মাহফিলের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
এছাড়াও সকল ধর্ম-জাতি ও সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন তৈরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন সৌহার্দ্য ও সম্প্রীতির ইফতার মাহফিলের আয়োজকরা।
এ সৌহার্দ্য ও সম্প্রীতির ইফতার মাহফিলে সাহিত্য পরিষদের জেলা সভাপতি প্রফেসর বোধিস্বত্ব দেওয়ান,
সাধারণ সম্পাদত ইউসুফ আদনান,গবেষণা বিষয়ক সম্পাদক মথুরা বিকাশ ত্রিপুরা,যুগ্ম-সম্পাদক মর্তুজা পলাশ,বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় সংগীত শিল্পী আবুল কাশেম,সনাকের সদস্য অংসুই মারমা-সহ সাহিত্য অঙ্গনের অন্যান্য সদস্যরা অংশ নেন।
