খাগড়াছড়িতে ঈদ বাজার মনিটরিং

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ঈদ বাাজার মনিটরিং করেছে প্রশাসন পবিত্র ঈদের বাজারে ভোক্তার অধিকার নিশ্চিতকল্পে কাপড়ের দোকান ও প্রসাধনী সামগ্রী দোকানে বাজার মনিটরিং  সেলিম ট্রেড সেন্টারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।

শুক্রবার(২৮মার্চ) দুপুরের খাগড়াছড়ি সদর সেলিম মার্কেটে  এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।

এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,প্রতিটি পণ্যের মূল্য প্রদর্শনসহ ঈদের বাজারের কাপড়ের দোকান ও প্রসাধনী সামগ্রী দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কাপড়ের দোকানসহ বিভিন্ন ধরনের পণ্যের মনিটরিং করা হয়। যে সমস্ত দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য তালিকা প্রদর্শিত ছিল না তাদেরকে দ্রুত সময়ের মধ্যে মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলা হয়। সেই সাথে তাদেরকে সতর্ক করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় প্রসাধনী সামগ্রী দোকানে ২হাজার ৫’শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন, পণ্যের অতিরিক্ত মূল্য না রাখার জন্য সতর্ক করা হয়েছে। সেই সাথে কেনা দামের সাথে সমন্বয় রেখে পন্য বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়। 

ঈদের বাজার মনিটরিং করতে সদর উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *