
রোকনুজ্জামান সবুজ জামালপুর: জামালপুরে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে উপজেলা শ্রমিকদল।
গত শুক্রবার (২৮ মার্চ ) উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক জালাল ও সদস্য সচিব মমিনুর রহমান মমিন তাদের স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেন।
কমিটিতে মিজানুর রহমানকে সভাপতি ও ওমর ফারুক শেখকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও আলামিন শেখকে সিনিয়র সভাপতি আসিফ শেখ সাদ্দামকে সহ-সভাপতি,আলী ইজাজ কে সাংগঠনিক সম্পাদক ও বিল্লাল আকন্দকে অর্থ বিষয়ক সম্পাদক করা হয়েছে।
কমিটি অনুমোদনে গাইবান্ধা ইউনিয়নের শ্রমিকদলের নব নিযুক্ত সভাপতি মিজানুর রহমান বলেন-৫১ সদস্য বিশিষ্ট শ্রমিকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় জেলা ও উপজেলা শ্রমিকদলের প্রতি ধন্যবাদ জানান এবং উপজেলা বিএনপি সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা জিয়ার আর্দশের সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।
