ইসলামপুরে হাফিজ পাঠাগারের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

রোকনুজ্জামান সবুজ, জামালপুর: জামালপুরের ইসলামপুরে হাফিজ পাঠাগারের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০মার্চ) বিকালে হাফিজ ভিলায় বিশিষ্ট কবি-সাহিত্যিক-সাংবাদিক মরহুম হাফিজ বকুলের স্মৃতি বিজড়িত হাফিজ পাঠাগারের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে সেমাই, চিনি, গুড়া দুধ, তৈল, সাবান ও লবণসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মরহুমের বড় ছেলে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাফিজ পাঠাগারের সভাপতি শাহ্ আবির আহম্মেদ বিপুল মাস্টার বলেন, সকল বৃত্তবান ও ধনাঢ্য ব্যক্তিগণ যেন অসহায়দের পাশে এগিয়ে এসে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর খোঁজ খবর রাখেন। ঈদ মানে আনন্দ-ঈদ মানেই খুশি, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।

এ সময় উপস্থিত ছিলেন, মরহুমের স্ত্রী সুবর্ণা হাফিজ, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন, মোঃ আল-আমিন, পলাশ বন্দ, সাংবাদিক ওসমান হারুনী, রফিকুল ইসলাম রঞ্জু, রোকনুজ্জামান সবুজসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *