
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ফিলিস্তিনের গাজা ও রাফায় দফায় দফায় হামলা করে গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল। গত কয়েক দিন ধরে দেশটির বর্বরতার মাত্রা অতীতকে ছাড়িয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশে এই গণহত্যা বন্ধের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। এবার বাংলাদেশেও একযোগে আন্দোলন শুরু হয়েছে। রাজধানীসহ সারাদেশ ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে।

সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জামালপুরের ইসলামপুরে হেফাজত ইসলাম বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে হেফাজত ইসলাম বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে ধর্মকুড়া মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ঐতিহাসিক থানামোড় বটতলা চত্তরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালেক, মুফতি ওমর ফারুক, উপজেলা বিএনপির সহ সাংগঠকি সম্পাদক নাজিম হোসেন নোমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আতিকুল্লাহ আতিকসহ বিভিন্ন ইসলাম পন্থী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন ‘বিশ্ব নেতারা ফিলিস্তিনের জনগণকে ভুলে যাওয়ায় আমরা রাস্তায় নেমেছি। আমরা ফিলিস্তিনিদের মুক্তি চাই, যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলি নেতাদের বিচার চাই।’
গাজায় বর্বরোতি হামলা ও গণহত্যার প্রতিবাদে ইসরাইল, আমেরিকা ও জাতিসংঘ কে দায়ী করে সকলকে ইসরাইলি পণ্য বয়কটের আহবান জানান। বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইসলাম পন্থী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু করা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৬৯৫ ফিলিস্তিনি নিহত ও এক লাখ ১৫ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, গাজার প্রায় ৬৯ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
