
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। বৃক্ষ পরিবেশের শোভাবর্ধনের পাশাপাশি মাটির ক্ষয়রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঘূর্ণিঝড় ও তুফানের সামনে প্রাচীর হয়ে দাড়িয়ে জানমাল রক্ষা করে।
বৃক্ষের গুরুত্ব অনুধাবন করে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতি।
২১ (জুন) শনিবার দুপুরে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুর রহমান মুন্নার পরিচালনায় ও কোষাধ্যক্ষ মোঃ মামুন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা ডিহিদার বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিয়াজুল করিম,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,উপজেলা সমিতির বৈদেশিক বিষয়ক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেনসহ অনেকেই।
