খাগড়াছড়িতে শিক্ষার্থীদের নিয়ে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক সভা

খাগড়াছড়ি প্রতিনিধি: নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিয়ে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) খাগড়াছড়ি জেলা কমিটি। সোমবার সকালে নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের হলরুমে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তারা ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।

সভায় সভাপতিত্ব করেন ক্যাব খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি একেএম আবু তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন, জেলা তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং নতুন কুড়ি ক্যান্টনমেন্ট স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আক্তার জাহান।

সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নিরাপদ খাদ্য খাওয়া শুধু অধিকার নয়, এটি একটি নৈতিক দায়িত্বও। প্রতিটি ভোক্তাকে জানতে হবে তার অধিকার কী, কোথায় প্রতারণা হচ্ছে, কিভাবে তা প্রতিরোধ করা যায়।”

তারা আরও বলেন, খাদ্যদ্রব্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য তালিকা, বিএসটিআই অনুমোদন, পণ্যের মান যাচাই ইত্যাদি দেখে কেনাকাটা করতে হবে। ভেজাল পণ্যের কুফল ও বিক্রেতাদের শাস্তির বিধান সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে হাসান মারুফ বলেন, “শিক্ষার্থীরাই হতে পারে সবচেয়ে শক্তিশালী সচেতনতা বাহক। তারা পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দিতে পারে, ভোক্তা অধিকার রক্ষায় ভূমিকা রাখতে পারে।”

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা নানা প্রশ্ন করে, বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা জানতে চায় এবং বাস্তব জীবনে কীভাবে এই জ্ঞান কাজে লাগানো যায় তা নিয়ে আগ্রহ প্রকাশ করে।

এই মতবিনিময় সভা কেবল একটি অনুষ্ঠান নয়, এটি ছিল ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার এক সাহসী উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *