ইসলামপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলে দুর্বৃত্তদের হাতে নিজ বাড়িতে আব্দুর রহিম (৫০) নামের এক ইউপি সদস্য খুন হয়েছে।

রোববার (২৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান।
এর আগে গত শনিবার (২৮ জুন) রাত ২ টার দিকে উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা চর গ্রামে এ ঘটনা ঘটে৷

নিহত আব্দুর রহিম উপজেলার কুলকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের (জিগাতলা ) গ্রামের মৃত তয়বুর খন্দকারের ছেলে। তিনি পরপর দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নিজ ঘরের কক্ষ থেকে ডেকে বের করা হয় আব্দুর রহিমকে। এ সময় বাড়ির উঠানে উৎ পেতে থাকা দূবৃত্তরা উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনা স্থলেই মারা যায় আব্দুর রহিম। সময় নিহতের স্ত্রীসহ অন্যান্য স্বজনেরা বাঁধা দিলেও তাদেরকেও মারধর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, আব্দুর রহিম ছিলেন সৎ, নির্ভীক ও জনপ্রিয় একজন স্থানীয় জনপ্রতিনিধি। তাকে কেন এবং কারা হত্যা করলো, সেটি এখনও স্পষ্ট নয়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও রহস্যজনক। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত বিচার দাবি করছি।”

ঘটনার পরপরই এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্গম চরাঞ্চল হওয়ায় ঘটনার সময় স্থানীয়রা তেমন কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা কাজ সেরে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, যমুনা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত জিগাতলা গ্রামের যোগাযোগ ব্যবস্থা একান্তই নদীনির্ভর। নৌপথ ছাড়া সেখানে পৌঁছানো সম্ভব নয়। এই ভৌগোলিক দুর্গমতাই অপরাধীদের জন্য আশ্রয় ও পালানোর সুবিধা তৈরি করে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আতিকুর রহমান জানান, খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। নিহতের মরদেহের সুরতহাল শেষে ট্রলারে করে থানায় আনা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *