
খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে জেলার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০জুন) সকালে জেলা স্কাউট ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা গাইড কমিশনার ত্রিনা চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন “বর্তমান যুগে শুধু শিক্ষিত হলেই চলবে না, নেতৃত্ব দেওয়ার সাহস ও দক্ষতাও থাকতে হবে। গার্ল গাইডস মেয়েদের সেই নেতৃত্বগুণ গড়ে তোলার একটি অনন্য প্ল্যাটফর্ম। প্রতিটি প্রতিষ্ঠানে এই কার্যক্রম ছড়িয়ে দিতে হবে।”
সভায় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রাক্তন গাইড কমিশনার শ্রীলা তালুকদার, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ট্রেইনার ইসরাত জাহান শিল্পী, লাকি চাকমাসহ বিভিন্ন স্তরের গার্ল গাইডস সদস্যবৃন্দ।
আলোচনায় অংশগ্রহণকারীরা শিক্ষাপ্রতিষ্ঠানে গার্ল গাইড ইউনিট গঠনের প্রক্রিয়া, কার্যক্রম এবং মেয়েদের আত্মনির্ভরশীল ও নেতৃত্বগুণে বলীয়ান করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
এ ওরিয়েন্টেশনের উদ্দেশ্য ছিল নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধের শিক্ষা ছড়িয়ে দেওয়া, পার্বত্য অঞ্চলের প্রতিটি শিক্ষার্থীর মাঝে।
