
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি শহরের কুমিল্লাটিলা ও খেজুর বাগান কবরস্থানে ঘন জঙ্গলের কারণে কবর খননে দীর্ঘদিন ধরেই দুর্ভোগ পোহাচ্ছিল স্থানীয়রা। এ সমস্যা সমাধানে সদর পৌর যুবদল ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে বুধবার (২ জুলাই) সকালে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়।
বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় পৌর যুবদলের শতাধিক নেতাকর্মী সূর্যোদয়ের আগেই কবরস্থানে পৌঁছে যান। উপস্থিত ছিলেন খাগড়াছি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, পৌর যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. মফিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কাজের সময় দুই-তিনজন কর্মী ভিমরুলের কামড়েও আহত হন, তবুও থেমে থাকেননি তারা। কাঁচি, কোদাল হাতে ঘণ্টার পর ঘণ্টা কাজ চালিয়ে যান যুবদলের সদস্যরা।
পৌর যুবদল সভাপতি আব্দুল মান্নান বলেন, “প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়ার আহ্বানেই এই কাজ। শুধু কবরস্থান নয়—পরিচ্ছন্ন শহর ও ট্রাফিক ব্যবস্থায়ও আমরা ভূমিকা রাখব। এই মানবিক উদ্যোগ চলমান থাকবে।”
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “রাজনীতির এই রূপই কাম্য,মানুষের পাশে থাকা, নীরবে কাজ করে যাওয়া।”
এই স্বেচ্ছাশ্রমের ব্যতিক্রমী অভিযানে খাগড়াছড়ির রাজনৈতিক অঙ্গনে যুবদলের নাম যেন নতুন মাত্রায় উঠে আসে।
