খাগড়াছড়িতে নতুন ডিলারদের মাধ্যমে ওএমএস চালু: দামে কম পাওয়ায় স্বস্তি হতদরিদ্রদের মাঝে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির হতদরিদ্রদের মুখে হাসি ফোটাতে শুরু হলো খাদ্য অধিদপ্তরের নতুন ‘ওএমএস’ কার্যক্রম। বুধবার সকালেই পৌর শহরের শালবাগান এলাকায় উদ্বোধন হলো এই প্রত্যাশিত বিক্রয় কার্যক্রমের, যেখানে হতদরিদ্র মানুষ ৩০ টাকা কেজি দরে চাল ও ২৪ টাকা দরে আটা কিনতে পারবেন,তবে সেটা নির্ধারিত পরিমাণে প্রতিদিন!

এই মহৎ উদ্যোগের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক সন্তোষ কান্তি চাকমা ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আদুই রঞ্জন তনচঙ্গ্যা,যাদের যৌথ প্রচেষ্টায় বাস্তবায়ন হলো এই উদ্যোগ।

জানা গেছে, শহরের ১২টি পয়েন্টে প্রতিদিন নতুন ডিলারদের মাধ্যমে বিক্রি হবে ৯ টন চাল। ১ হাজার ৮০০ জন হতদরিদ্র মানুষ সরাসরি উপকৃত হবেন এই কর্মসূচির মাধ্যমে। একজন ভোক্তা দিনে সর্বোচ্চ ৫ কেজি চাল (৩০ টাকা প্রতি কেজি) এবং ৫ কেজি আটা (২৪ টাকা প্রতি কেজি) কিনতে পারবেন।এছাড়াও পুরো জেলায় ৪২টি পয়েন্টে এই চাল কিনতে পারবে ভোক্তারা।

এই চাল বিতরণ কার্যক্রম শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত সপ্তাহের পাঁচ দিনই চালু থাকবে,যা নিঃসন্দেহে জীবনযাত্রায় নিয়ে আসবে বড় স্বস্তি।

এই উদ্যোগ যেন শুধু সাশ্রয়ী দামে খাদ্য বিক্রি নয়, বরং হতদরিদ্রদের মুখে ফের হাসি ফোটানোর এক সাহসী পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *