
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে প্রশিক্ষণের সময় অসুস্থ হয়ে মো. মোতালেব হোসেন (৩১) নামের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। মোতালেবের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দীঘলকান্দি ইউনিয়নে। বুধবার (২ জুলাই) সকালে জেলার এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার (ASTC)-এ এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সেকশন লিডার কোর্স (SLC)-এর নিয়মিত প্যারেড ও শারীরিক অনুশীলনে অংশ নেন ময়মনসিংহ শিল্প পুলিশের এএসআই মো. মোতালেব হোসেন। পিটি চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মোতালেব হোসেন এর ভাই মো. হাসান তালুকদার জানান, আমরা চার ভাই,দুই বোনের মধ্যে মরহমু মোতালেব চতুর্থ। উনি ১১বছর যাবৎ পুলিশের চাকরি করেছিল।ভাইয়ের মধ্যে মোতালেব
খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার এর কমান্ড্যান্ট পরিতোষ ঘোষ জানান,আসলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। মোতালেব হোসেন আমাদের সেকশন লিডার কোর্সের একজন প্রশিক্ষণার্থী ছিল।গত ১জুলাই থেকে আমাদের সেকশন লিডার কোর্স শুরু হয়,এবং সেটা ৪মাসব্যাপি। এটা মূলত এএসআই স্বশস্ত্র পদোন্নতির জন্য এটা বাধ্যতামূলক কোর্স। মোতালেব শিল্পাঞ্চল পুলিশ ময়মনসিংহে কর্মরত ছিল,এবং তার বাড়ি হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। আমাদের এই প্রশিক্ষণে মোট ২৪১ জন অংশ নেন। আজ(বুধবার) ভোর ৫টায় আমাদের পিটি শুরু হয়,সে সবার সাথে পিটিতে যায়। এ সময় পিটি করা অবস্থাতেই পড়ে যায়। আমাদের মাঠে এ্যাম্বুলেন্স ছিল। আমরা সাথে সাথে তাকে সদর হাসপাতালে নিয়ে যায়,এবং ওখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান,প্রশিক্ষণ চলাকালীন স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ নজরদারি রাখা হলেও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা খুবই দুঃখজনক ও হৃদয়বিদারক।
জানা গেছে, ছয় সপ্তাহের সেকশন লিডার কোর্সে অংশ নিতে খাগড়াছড়িতে এসেছিলেন এএসআই মো. মোতালেব হোসেন। কর্মস্থলে দায়িত্ব পালনে দক্ষ এই পুলিশ কর্মকর্তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও প্রশিক্ষণার্থীদের মাঝে।
প্রয়াত এএসআই মো. মোতালেব হোসেনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
