খাগড়াছড়িতে প্রতিভার ঝলক, গঠিত হলো জেলা অ-১৭ ফুটবল দল

খাগড়াছড়ি প্রতিনিধি:
আগামী জাতীয় অ-১৭ ফুটবল লীগ ২০২৫-এ অংশগ্রহণের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা দল গঠনের জন্য আজ ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ ও প্রতিযোগিতামূলক বাছাইপর্ব।

জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক উদ্যমী তরুণ ফুটবলারের পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্টেডিয়াম প্রাঙ্গণ। এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় ও বাছাই পর্বে চূড়ান্তভাবে ৫০জন খেলোয়াড়কে নির্বাচিত করে প্রশিক্ষণে সুযোগ তৈরি করে দেয়া হয়।

সকালের সূর্য যখন মাঠে আলো ফেলতে শুরু করে, তখন থেকেই শুরু হয় উন্মুক্ত ট্রায়াল। জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত এ বাছাইপর্ব ছিল এক কথায় প্রাণবন্ত। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নজরুল ইসলাম, বাদল বড়ুয়া, ছাত্র রাকিব মনি ইফতি,চট্টগ্রামের মেডিকেল টিমসহ অন্যান্য ক্রীড়ানুরাগী ও কর্মকর্তারা।

সকলের নজর কাড়েন জেলার অভিজ্ঞ ও খ্যাতিমান ফুটবল কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা, যিনি এবার দল পরিচালনার দায়িত্বে রয়েছেন।

খেলোয়াড়দের উজ্জ্বল চোখে ছিল স্বপ্ন, মাটিতে দৃঢ় পা আর হৃদয়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর প্রত্যয়। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে নির্দেশনা অনুযায়ী, “ইউসিবি-বাফুফে অ-১৫ ফুটবল লীগ ২০২৫”-এ অংশগ্রহণকারী খেলোয়াড়রা এই ট্রায়ালে অংশ নিতে পারেননি।

এই আয়োজন শুধু একটি ট্রায়াল নয়, বরং ছিল সম্ভাবনার মঞ্চ – যেখানে তরুণরা দেখিয়েছে নিজেদের দক্ষতা, গতিময়তা ও দলীয় চেতনা। ফুটবলপ্রেমীদের মতে, এই বাছাইপর্ব থেকে উঠে আসা দলটি ভবিষ্যতে খাগড়াছড়িকে জাতীয় পর্যায়ে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে।

বাছাইপর্ব শেষে ফুটবলপ্রেমীদের মুখে একটাই প্রশ্ন:”কে হবেন খাগড়াছড়ির পরবর্তী ফুটবল নায়ক?”উত্তর পেতে অপেক্ষা এখন মাঠের লড়াইয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *